ডেস্ক রিপোর্ট ::
সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি রাশেদ আহমদ (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাশেদ আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামের আকবর হোসেনের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর শাহজালাল উপশহরের এইচ ব্লকে বসবাস করতো।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪নং রোডের মোস্তাফিজুর রহমানের কলোনিতে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে।
পুলিশের প্রেস নোট অনুযায়ী, রাশেদের বিরুদ্ধে শাহপরাণ থানায় হত্যা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। পুলিশ আরও দাবি করেছে যে রাশেদ একজন কুখ্যাত ছিনতাইকারী।