১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ জামেয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জ জামেয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জামেয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল ।

Manual8 Ad Code

জামেয়ার প্রিন্সিপাল মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিন ও মাহফুজ আহমদ চৌধুরী এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস শাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম,যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবীদ,এহিয়া ট্রাস্ট এর চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এরিয়া রেহেল, গোলাপগঞ্জ জামেয়ার প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডাঃ ইসতেহাদ আবু জাফর চৌধুরী।জামেয়ার শিক্ষার্থী মাজেদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মোহাম্মদ আব্দুস শাকুর, ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ফেরদৌসী জান্নাত মাহিয়া, দশম শ্রেণীর শিক্ষার্থী মুসাদ মুতাসাদ্দিক আলম মুয়াজ, লুবনা জান্নাত। এ সময় ২ হাজার ২৫ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণীর ছাত্র আবু ইসহাক মুহাম্মদ তামিম। আলোচনা সভা শেষে ২ হাজার ২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code