১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
সিলেটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সিলেটে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে “রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা; তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সিলেট জেলা নজরুল একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে হেযবুত তওহীদের সিলেট জেলা শাখা।

Manual1 Ad Code

জেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, বুদ্ধিজীবী, প্রবীণ রাজনীতিবিদ, প্রথিতযশা সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

হেযবুত তওহীদের সিলেট জেলা সভাপতি আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও ফাহমিদা সুলতানা লিপি এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

প্রধান অতিথি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়; বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual6 Ad Code

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি আমরা। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।

Manual6 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাড. এম এ আব্দুল মোত্তালেব, মৌলভীবাজার জেলা সভাপতি খয়রুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষক সফিকুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য সম্পাদক মিনহাজুল আবেদীন, হবিগঞ্জ জেলা সাহিত্য সম্পাদক নাছিমা আক্তার সুমি, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, সিলেট বিভাগীয় সহ সভাপতি এড. এম এ মোতালিব প্রমুখ। আলোচকরা প্রতিপাদ্য বিষয়ের উপর গঠনমূলক আলোচনা করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সিলেট জেলা সাধারণ সম্পাদক শেখ সেলিম উদ্দিন আহমেদ, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সেলিম উদ্দিন আহমেদ, হেযবুত তওহীদের মুগলাবাজার থানা সভাপতি আবু হাসান, এয়ারপোর্টে থানা সভাপতি আবু হাসান, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন, সিলেট জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের প্রমুখ।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে সর্বমহলে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।

Manual1 Ad Code
Manual8 Ad Code