কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া থানার অন্তর্গত ভাটেরা ইউনিয়নের বেরকুড়ি গ্রামস্থ “মাহবুবুর এন্ড আজিম এগ্রো ফার্মে” গতকল্য বৃহস্পতিবার (১৫ই জুন) দিবাগত রাত অনুমান ১০টায় সময় বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালায়।
বিশ্বস্থ সূত্রে জানা যায় সন্ত্রাসী বাহিনী এরা সবাই অত্র ইউনিয়নের অন্তর্গত নওয়াগাও গ্রামের কুটি মিয়ার পুত্র আব্দুল আজিজ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিল এবং উক্ত মামলার প্রত্যক্ষ স্বাক্ষী ছিল অত্র “মাহবুবুর এন্ড আজিম এগ্রো ফার্মের” মালিক তারা দুই ভাই আজিম উদ্দিন ও মোঃ মাহবুবুর রহমান। তাদের সাক্ষ্যের কারণে তারা সাজাপ্রাপ্ত হয়। কিন্তু ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় কুলাউড়া থানার এম,পি সুলতান মনসুর ও শফি আহমদ সলমান-এর জোর প্রচেষ্টায় তারা জেল হতে মুক্ত হয়।
সেই আক্রোশে আক্রোশান্বিত হয়ে তাদের গড ফাদার কুলাউড়া থানার বাংলাদেশ আওয়ামী লীগের এম.পি সুলতান মনসুর ও শফি আহমদ সলমান-এর নির্দেশেই অত্র ফার্মের মালিক আজিম উদ্দিন ও মোঃ মাহবুবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। কিন্তু তাদের না পেয়ে তাদের ফার্মে হামলা চালিয়ে ফার্ম ভাংচুর করে, ১০টি দুধাল গাভী নিয়ে যায় এবং খাদ্যে বিষ প্রয়োগ করে ফার্মের মাছ ও মোরগ মেরে ফেলে।
এ ব্যাপারে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা জানান, উক্ত ঘটনায় তাদের প্রায় ৯০-৯৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানায় যোগাযোগ করলে কর্তব্যরত অফিসার জানান, উক্ত ঘটনা তারা অবগত আছেন। বিষয়টি তদন্তাধীন আছে।