মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা কান্দিগাও গ্রামে সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা নেত্রী জিবা বেগমের বাড়িতে হামলা-ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী জিবা বেগম ও তার পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। জিবা মৌলভীবাজার সদর উপজেলার কান্দিগাও গ্রামের ইছাক আলী মেয়ে। এঘটনায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের কান্দিগাও গ্রামে তার নিজ বাড়িতে এই হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।
এবিষয়ে ভুক্তভোগী জিবা বেগমের পরিবারের সদস্যরা গণমাধ্যমে মুঠোফোনে বলেন, জিবা বেগম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি দেশে থাকাকালীন সময়ে আওয়ামী যুবলীগের নারীনেত্রী ছিলেন। তিনি একজন নিরীহ মানুষ তিনি কখনো কারো ক্ষতি করেননি বরং সুখেদুঃখে মানুষের পাশে ছিলেন তিনি । তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসী আমার বাড়িতে এসে লুঠপাট ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী। বর্তমানে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তারা আত্নগোপনে রয়েছেন বলে জানান।
এবিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ সম্পর্কিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।