১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

জমি দখলের জের ধরে কুলাউড়ার কৃষ্ণপুরে ইব্রাহীম আলী নামে এক যুবক খুন

প্রকাশিত আগস্ট ১০, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
জমি দখলের জের ধরে কুলাউড়ার কৃষ্ণপুরে ইব্রাহীম আলী নামে এক যুবক খুন

কুলাউড়া প্রতিনিধি:

জমি দখলের জের ধরে কুলাউড়া থানায় ভাটেরা ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের ইব্রাহীম আলী (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সকালে কৃষ্ণপুর গ্রামে ফিরোজ মিয়ার বাড়ীর সম্মুখস্থ ধানী জমিতে জোর পূর্বক দখলের সময় বেলাল আহমদ গংদের হামলায় জমির প্রকৃত মালিক ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহীম আলী নিহত হয়।

জানা যায়, শনিবার সকালে ফিরোজ মিয়ার ধানী জমি জোরপূর্বক দখলের লক্ষে কৃষ্ণপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে বেলাল আহমদ (৩৬) নেতৃত্বে একই গ্রামের হেলাল আহমদের ছেলে মোঃ ফাহিম আহমদ (১৬), শাহ মোঃ ফরমুজ আলীর ছেলে শাহ মোঃ আহসান হাবীব (২৯), মুক্তার আলীর ছেলে একরাম আলী (৩৫), চানভাগ গ্রামের তাজির মিয়ার ছেলে আরখান মিয়া(৩৬), কৃষ্ণপুর গ্রামের আখমল আলীর ছেলে কাশেম (২৮), নোয়াগাঁও গ্রামের সেলিম মিয়ার ছেলে রাজু আহমেদ (২৮), কাদিপুর গ্রামের লেচু মিয়ার ছেলে মাছুম আহমেদ অপু (৩১) পরিকল্পিতভাবে হামলা চালায়।

এসময় তারা ইব্রাহীম আলীকে হকিষ্ঠিক, লোহার রড, রুইল, বাশের লাঠি ইত্যাদি নিয়ে উপর্যুপরি মারধোর শুরু করলে এক পর্যায়ে ভিকটিম ইব্রাহীম আলী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন আসতে দেখে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন ইব্রাহীম আলীকে কুলাউড়া থানা হেলথ কমপ্লেক্স-এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ইব্রাহীমের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ মৌলভীবাজার জেলা হাসপাতালে প্রেরন করে।

এ ঘটনায় ইব্রাহীমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এই নিউজ ৩১৮ বার পড়া হয়েছে