১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার র‍্যাঙ্কিং পদ্ধতিতে হবে : প্রস্তাবনা পাস

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকার র‍্যাঙ্কিং পদ্ধতিতে হবে : প্রস্তাবনা পাস

ডেস্ক রিপোর্ট::
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। র‍্যাঙ্কিং পদ্ধতিতে এ সরকার গঠন করা হবে। তবে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস তত্ত্বাবধায়কে একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।
র‌্যাঙ্কিং পদ্ধতিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। ছবি ভিডিও থেকে নেয়া
র‌্যাঙ্কিং পদ্ধতিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। ছবি ভিডিও থেকে নেয়া
হাসান ওয়ালী

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে র‍্যাঙ্কিং পদ্ধতিতে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।

তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।

বিএনপিসহ অন্যান্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র‍্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যাস্ত করতে চায়।