১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

স্ত্রীর স্বর্ণ নেই,কিন্তু তাহেরীর আছে ৩১ ভরি

প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ণ
স্ত্রীর স্বর্ণ নেই,কিন্তু তাহেরীর আছে ৩১ ভরি

নাইন ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলোচিত ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা।
এর মধ্যে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ২২ হাজার ৮৯২ টাকা। স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদের তথ্য নেই।

হলফনামায় নিজের নামে তিনি ৩১ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৩ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন। স্থাবর সম্পদ হিসেবে তার নামে এলাকায় ২৩৯ শতক জমি রয়েছে।

এই নিউজ ৩৪৬ বার পড়া হয়েছে