গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সাজু’র বাড়িতে হামলা হয়েছে। ভুক্তভোগী সরওয়ার হোসেন সাজু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রামের নজরুল ইসলাম রেদওয়ানের ছেলে।
জানা যায় , সম্প্রতি লন্ডনে বিভিন্ন সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরওয়ার হোসেন সাজু নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি জামাত নিয়ে নানান নেতিবাচক পোস্ট করছেন। এবং তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করছেন।
এর জের ধরে গতকাল বাংলাদেশে তার গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সরওয়ার হোসেন সাজু’র বাবা নজরুল ইসলাম রেদওয়ান জানান, বার বার হামলা করে আমাদের নিঃস্ব করে দিতে চাইছে সন্ত্রাসীরা। তার অভিযোগ এই হামলায় বিএনপি- ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।