সুনাগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের যুবলীগ নেতা (সভাপতি) ও যুক্তরাজ্য প্রবাসী লাদেন হাসানের ব্রাহ্মণ গাওয়ে গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল (৬ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এসময় তার বাবা আব্দুর শহীদ আহত হয়েছেন।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলার ব্রাহ্মণ গাওয় গ্রামের আব্দুর শহীদে ছেলে লাদেন হাসান দেশে থাকাকালীন সময়ে কোরবান নগর ইউনিয়নের যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও বিগত জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যাপক ভুমিকা রাখছেন। এর জের ধরেই গতকাল তার বাড়িতে এই হামলা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
এ বিষয়ে জানতে চাইলে, তার বাবা আব্দুর শহীদ বলেন, আমার ছেলে প্রবাসী সে আওয়ামী লীগের রাজনীতি করেছে বাংলাদেশে থাকাকালীন সময়ে। কিন্তু গতকাল আমাদের বাড়িতে এই হামলা ভাংচুর মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমার বাড়িঘর রক্ষা করতে গিয়ে আমি নিজে আহত হয়েছি। তিনি আরও বলেন, গত (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমাদের সারাদেশে আওয়ামী লীগ সমর্থকদের ঘরবাড়িতে যেভাবে হামলা ভাংচুর হয়েছে তা দুঃখজনক। এর অংশ হিসেবে আমাদের বাড়িতেও এই হামলা হয়েছে। তার বাড়িতে এই হামলা ভাংচুরে বিএনপি-জামাত ও শিক্ষার্থীদের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন।