১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনোনয়ন বঞ্চিতদের সুখবর দিলো বিএনপি

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ
মনোনয়ন বঞ্চিতদের সুখবর দিলো বিএনপি

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতাসহ অনেকের।
বিএনপির সূত্র জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। যারা মনোনয়ন পাননি তাদের বিভিন্নভাবে মূল্যায়িত করা হবে। এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্যও একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Manual5 Ad Code

মনোনয়নবঞ্চিতরা অনেকেই যোগাযোগ করছেন। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন, সবাইকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। দলের প্রতি যারা নিবেদিত, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন এমন কাউকেও দল ভুলবে না।’

Manual4 Ad Code

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

Manual1 Ad Code
Manual5 Ad Code