১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গাজীপুরের মিলল ব্যাগভর্তি খণ্ডিত লাশ

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ণ
গাজীপুরের  মিলল ব্যাগভর্তি খণ্ডিত লাশ

ডেস্ক রিপোর্ট::
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের কয়েকটি টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে হাজীর বিরিয়ানির সামনে ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটি খুলে ওই অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো সময় কেউ ট্রাভেল ব্যাগটি এখানে ফেলে রেখে গিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকাল সাড়ে ৯টায় টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়েছে। আমরা লাশটির পরিচয় শনাক্ত করতে পারিনি। বিস্তারিত পরে বলতে পারব।’

এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে মো. আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।’