১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩৩ ধরনের ঔষধের দাম কমলো ৫০ শতাংশ

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ণ
৩৩ ধরনের ঔষধের দাম কমলো ৫০ শতাংশ

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট::
অত্যাবশ্যকীয় ৩৩ ধরনের ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ কমিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। এতে সরকারের বছরে প্রায় ১১৬ কোটি টাকার সাশ্রয় হবে।

Manual2 Ad Code

বুধবার (১৩ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি বলেন, দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ নয়টি ধরন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, উৎপাদনে গতি আনতে এবং প্রতিষ্ঠানের ব্যয় কমাতে নানা সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট ভাঙা, অপ্রয়োজনীয় ৭০০ কর্মচারী ছাঁটাই, কাঁচামাল কেনায় উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়া চালু করা ও অপচয় কমানো। এসব পদক্ষেপে বছরে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ উৎপাদন বেড়েছে এবং কাঁচামাল কেনায় প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

Manual4 Ad Code

সামাদ মৃধা বলেন, ভবিষ্যতে টিকা ও বায়োলজিক্যাল পণ্য উৎপাদনে নতুন দুটি প্লান্ট স্থাপন করা হবে। এর মধ্যে একটি ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্লান্ট, যেখানে ইনসুলিনসহ নানা বায়োলজিক্যাল পণ্য তৈরি হবে।

তিনি আরও বলেন, নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হবে এবং সরকারি চাহিদা পূরণের হার ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা হবে।

Manual1 Ad Code
Manual4 Ad Code