১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ফ্রি ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ
ফ্রি ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের জনগণকে ফ্রি ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব অপারেটরকে ফ্রি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, আগামী ১৮ জুলাই দেশের সকল মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডাটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডাটা দেয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।