২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাবের ভোকেশনাল ট্রেনিং সনদপত্র বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ
ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাবের ভোকেশনাল ট্রেনিং সনদপত্র বিতরণ সম্পন্ন

ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ভোকেশনাল ট্রেনিং টেইলারিং ও গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর মেজরটিলার ইসলামপুরস্থ সিদ্দিকী প্লাজার ৪র্থ তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল মাহমুদ নাকিব খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো: আজিজুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ মিছবাউর রহমান, টেইলারিং প্রশিক্ষক রোমানা আক্তার রহিমা, এবং গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক আবুল মস্তাক, সাধারণ সদস্য মো: রাসেল আহমেদ, এবং সাধারণ সদস্য তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ।

সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে “সিভি রাইটিং” বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল মাহমুদ নাকিব খান বলেন, চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ও যুগোপযোগী দক্ষতা অর্জন করেছেন, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। সনদপত্রটি শুধু একটি স্বীকৃতিই নয়, বরং ক্যারিয়ার গঠনের নতুন দিগন্তের সূচনা।

উল্লেখ্য, তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ইমপ্যাক্ট ইয়্যুথ ক্লাব নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি রাইটিং গাইডলাইন, জব প্লেসমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে আসছে।