২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে আগামীকাল জমিয়তের গণ সমাবেশ, অতিথি হিসেবে থাকছেন যারা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে আগামীকাল জমিয়তের গণ সমাবেশ, অতিথি হিসেবে থাকছেন যারা

গোলাপপগঞ্জ প্রতিনিধি:

আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাত ৮টায় গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এ তথ্য জানান।

বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোল, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি আব্দুল মতিন নাদিয়া ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহা নগরী উত্তরের সভাপতি মুফতি মক্ববুল হুসাইন কাসেমী।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। এছাড়াও জেলা জমিয়ত ও স্থানী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

মাওলানা আলী আহমদ সংবাদ সম্মেলনে গণসমাবেশ সফল করতে সকলের উপস্তিতি ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, সহ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন ও মাওলানা ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন ছালিম, যুব জমিয়তের সভাপতি মাওলানা মনোয়ার হুসাইন সহ সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ নাইম আহমদ, যুব নেতা হাফিজ সাদিক আহমদ, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, ছাত্র নেতা ইকরামা আহমদ ও জাহিদ আহমদ প্রমুখ।