২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:৩৫ অপরাহ্ণ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু ভাষাগত দক্ষতা নয়, বরং সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সহনশীলতা ও নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক নানা বিষয়ে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। অংশগ্রহণকারীদের সাবলীল উপস্থাপনা, বিচারকদের সুচিন্তিত মন্তব্য ও শ্রোতাদের করতালিতে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়।

প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সজিবুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহিয়ারা বেগম, কৌশিক আচার্য্য ও ওমর ফারুক। জুনিয়র ও ইন্টারমিডিয়েট গ্রুপের পর্যালোচক ছিলেন প্রভাষক মোনাব্বির জুহান এবং সিনিয়র গ্রুপের পর্যালোচক ছিলেন ইংরেজি বিভাগের প্রধান, প্রভাষক জাকারিয়া আল-মামুন।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা চর্চা, বিশ্লেষণধর্মী চিন্তা ও ভিন্ন মতকে সম্মান করার মানসিকতা গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।