গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ আমীনের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ তল্লাশি চালায় পুলিশ।
মাসুদ আমীন উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের আতিকুল হকের ছেলে।
মাসুদ আমীনের পরিবারের সদস্যরা জানান, সোমরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন একদল পুলিশ আমাদের বাড়িতে এসে তল্লাশি চালায় এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এসময় তারা মাসুদ আমীনের অবস্থান জানতে চায়।
এসময় তারা মাসুদ আমীনের অবস্থান না দিলে মেরে ফেলারও হুমকি প্রদান কতে পরিবারের সদস্যদে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মাসুদ আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখির কারণে আমার বিরুদ্ধে একটি সাইবার সিকিউরিটি আইনে মামলা (মামলা নং- ২২/২০২৫ইংরেজি) করা হয়েছে। গত সোমবার রাতে আমার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে।