সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেছেন, অ্যাডভোকেট মোঃ জামিলুল হক জামিল ছিলেন আইন পেশার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন একজন অভিভাবক, একজন মানবিক সংগঠক এবং আইনজীবী সমাজের নীরব বিপ্লবী। তিনি আরো বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও নীতির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। আদালতে যুক্তি ও ন্যায়বিচারের এক অনন্য প্রতিকৃতি ছিলেন তিনি। জুনিয়র আইনজীবীদের প্রতি তার অকৃত্রিম স্নেহ ও পরামর্শ আজও সকলের হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে আছে। তার মৃত্যু সিলেটের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মময় জীবনের স্মৃতিকে ধারণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ন্যায়বিচারের পথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেট-এর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ জামিলুল হক জামিল-এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এএফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু অ্যাডভোকেট, সিলেট বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সুনামগঞ্জ বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. লালা, সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পীর, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামসুল হক, সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সিলেট বারের সাবেক সাধারণ অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, সুনামগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট আলীম উদ্দিন, সুনামগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সিলেট বারের সহ সভাপতি অ্যাডভোকেট মখলিছুর রহমান, এডিশনাল পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের সভাপতি আবুল বশর, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান শিপু।
জগন্নাথপুর উপজেলা আইনজীবী কল্যাণ পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাদিদুর রহমান রিপনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদুল হক কামালী। স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, অ্যাডভোকেট সলমান উদ্দিন, অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার, অ্যাডভোকেট মোমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট বনশ্রী দাশ অপু, অ্যাডভোকেট মো. মতিউর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট কানন আলম, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অ্যাডভোকেট মিসবাহুর রহমান জাকারিয়া, অ্যাডভোকেট অহিদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট মুহিতুর রহমান তালুকদার, অ্যাডভোকেট ফখরুল হাসান দুলাল, অ্যাডভোকেট হালিমুর রহমান উজ্জল, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ জিগর আলম, প্রয়াত অ্যাডভোকেট জামিলুল হকের ছোট ভাই প্রবাসী মো. চুনু মিয়া ও বড় ছেলে আদনান মাহমুদ। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট মুফতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী।
শোক সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল শুধু একজন নামকরা সিনিয়র আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন সবার ভরসার ঠিকানা। তাঁর হাসিমুখ, সৌজন্যপূর্ণ আচরণ ও মেধা দিয়ে তিনি আদালতে এক অনন্য সম্মানের জায়গা তৈরি করেছিলেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে যে সাংগঠনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা এবং দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, জুনিয়র আইনজীবীদের প্রতি তাঁর সহানুভূতিশীল মনোভাব ছিল অনুকরণীয়। অনেক তরুণ আইনজীবী আজ প্রতিষ্ঠিত হয়েছেন তাঁর দিকনির্দেশনা ও উৎসাহের ফলেই। এমন মাটির মানুষ, এমন স্বচ্ছ চরিত্রের আইনবিদ আজকের দিনে বিরল। বিজ্ঞপ্তি