২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাসদ নেতা জাফর ও প্রণবকে গ্রেপ্তারে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নিন্দা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ
বাসদ নেতা জাফর ও প্রণবকে গ্রেপ্তারে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নিন্দা

সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা। সংগঠনটি অবিলম্বে এই বাম নেতার মুক্তি দাবি করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, একটি পরিচ্ছন্ন সিলেট নগরী বাংলাদেশ জাসদও চায়। সেই লক্ষ্যে প্রশাসনসহ নাগরিক সমাজের উদ্যোগের সঙ্গেও জাসদ একমত। কিন্তু বাসদের দুই নেতাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাসদ এবং বাসদ সবসময়ই সোচ্চার ভূমিকা রেখেছে। কিন্তু গত বুধবারের আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন না। এ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার হয়রানীমূলক।
অবিলম্বে এই দুই নেতাকে মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যথায় বাম গণতান্ত্রিক দলগুলো তাদের মুক্তির আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি