১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ণ
শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। ভিডিওতে দেখা যায় একটি সেনাবাহিনীর হেলিকপ্টার এবং তাতে ‘রিপাবলিক বাংলা’ সংবাদমাধ্যমের লোগো যুক্ত। দাবি করা হয়, হেলিকপ্টারটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লির দিকে যাচ্ছে এবং সেখান থেকে শেখ হাসিনা লন্ডনে রওনা হচ্ছেন।

Manual1 Ad Code

একইসঙ্গে ভিডিওটিতে আরও দেখানো হয়, শেখ হাসিনার সরকার পতনের পর ঢাকায় উত্তপ্ত পরিস্থিতির কিছু দৃশ্য, যা “বর্তমান সময়ের” ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।

Manual8 Ad Code

তবে এসব দাবি যাচাই করে ভিন্ন তথ্য দিয়েছে ‘রিউমর স্ক্যানার টিম’। তাদের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ২০২৪ সালের ৫ আগস্ট প্রচারিত একটি পুরনো প্রতিবেদনের অংশ। সেই সময়ও শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে অনুমান করা হয়েছিল, কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র তা নিশ্চিত করেনি।

Manual1 Ad Code

মূল ভিডিওটি ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলে ২০২৪ সালের আগস্টে প্রকাশিত হয়েছিল। সেটিকেই নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ‘বর্তমান সময়ের’ ঘটনা বলে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার লন্ডনে যাওয়ার কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি।

সুতরাং, শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে প্রচারিত ভিডিওটি পুরনো এবং এর ভিত্তিতে ছড়ানো গুজবটি ভুয়া।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code