১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -এমরান আহমদ চৌধুরী।

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন,প্রবাসীদের সহযোগিতা না থাকলে আমরা জুলাই আন্দোলনে সফল হতাম না। প্রবাসীদের ঋণ কখনও শোধ হবার নয়। নেতৃত্ব শূন্য হয়ে পড়া সিলেট বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে। আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ পেলে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ সিলেটের উন্নয়নে আমার সংগ্রাম চালিয়ে যাবো। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার – গোলাপগঞ্জের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
জনাব এমরান আহমদ চৌধুরী সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি  আবুল কালাম আজাদ, স্বেচ্চাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহীন, সাধারন সম্পাদক আবুল হোসেন, যুবদল সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক বাবর চৌধুরী গোলাপগঞ্জ শ্রমিক দলের সাবেক কোষাধ্যক্ষ শরিফুজ্জাম জোয়ারদার সহ যুক্তরাজ্য বিএনপির ও অংগসংঠনের নের্তৃবৃন্দ।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী আরও বলেন, আমি খুবই আনন্দিত আপনারা আমাকে সম্মানিত করেছেন,যা কখনও ভুলে যাওয়ার নয়। জুলাই শহীদদের স্বরণ করে তিন বলেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। সিলেটে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, আমার সহ যোদ্ধা অনেকেই আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে ফিরতে পারেন, তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জুলাই আন্দোলন না হলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, তাই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা।

Manual1 Ad Code
Manual4 Ad Code