১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুগলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অন্য একটি সূত্রে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে বিস্তারিত এবং নিহত অন্যজনের নাম জানা যায়নি।

Manual5 Ad Code

গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

Manual5 Ad Code

ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এরপর জারি করা হয়েছে কারফিউ। রাত ৮টা থেকে কার্যকর হবে এই কারফিউ। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

Manual1 Ad Code
Manual3 Ad Code