১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জের নদীপথে কোস্টগার্ড-নৌবাহিনীর টহল জোরদার

প্রকাশিত জুলাই ১৮, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের নদীপথে কোস্টগার্ড-নৌবাহিনীর টহল জোরদার

ডেস্ক রিপোর্ট ::
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রীর পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে