১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৯:২৩ অপরাহ্ণ
বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

Manual8 Ad Code

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ছদ্মবেশে পুলিশের চেকপোস্ট পার হতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। গত বুধবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের শালবাগান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্যাম্পের চেকপোস্টে এই ঘটনা ঘটে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ওই যুবকের নাম রশিদ আহমেদ (২৭)। তিনি টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে।

Manual4 Ad Code

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা ১৬ এপিবিএনের সহায়তায় গভীর রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্ট ডিউটিতে ছিলেন। ওই সময় কালো রঙের বোরকা পরা একজন চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তাকে সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে বোরকা খুললে দেখা যায় তিনি নারী নন, পুরুষ।

Manual8 Ad Code

তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবার্তা এবং ক্যাম্পে প্রবেশ করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি ওই যুবক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual1 Ad Code
Manual3 Ad Code