১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি বাসায় চাঁদাবাজি, আটক ৫

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ০৮:০৮ অপরাহ্ণ
গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি বাসায় চাঁদাবাজি, আটক ৫

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট::
সাবেক এমপির বাসায় চাঁদাবাজির সময় হাতেনাতে আটক সেই পাঁচজন।
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপির বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন।

Manual7 Ad Code

রিয়াদ নামে সমন্বয়ক পরিচয়দানকারী এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান, চাঁদা দাবিকারী রিয়াদ গত ১৭ জুলাই দলবলসহ সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন তারা ১০ লাখ টাকা নিয়েও আসেন।

Manual3 Ad Code

ওসি আরও জানান, ‘আজও চাঁদাবাজরা বাকি টাকার জন্য সাবেক এমপির বাসায় যায়। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code