১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট::
বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির প্রক্রিয়া ডিজিটালাইজড করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে।

শিক্ষকরা এখন http://20.84.77.3:3000/#/login এই ঠিকানায় প্রবেশ করে MPO Code_EIIN এবং Password: EIIN ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটি ৪ আগস্ট বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে যথাযথভাবে ইনপুট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লিংক, ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।