১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এসপি- ওসিদের লটারি মাধ্যমে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
এসপি- ওসিদের লটারি মাধ্যমে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট::
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Manual1 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং করা হবে। ওসিদের লটারি বিভাগ অনুযায়ী হবে। শিডিউল ঘোষণার কিছুদিন আগে এই লটারি হবে। শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায়।এজন্য আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে। এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করবে।

Manual2 Ad Code

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। সেটার ধারাবাহিকতায় আজকের বৈঠক। আজ মূলত নির্বাচনের সময় লজিস্টিকস সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন প্রার্থী এসব পদে নিজের লোক খোঁজে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বডি ক্যামেরা থাকবে। ৪৭ হাজার ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে। পুলিশের সবচেয়ে সিনিয়র কর্মকর্তার কাছে এই ক্যামেরা থাকবে। নির্বাচনকে সামনে রেখে বাহিনীর যারা নির্বাচনি ডিউটি করবে তাদের সবাইকে ট্রেনিং দেয়া হবে। প্রশিক্ষণ শেষে মহড়া হবে। যেন নির্বাচন ভালোভাবে হয়।

তিনি আরও বলেন, নির্বাচনে সব বাহিনী মিলে প্রায় ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে। তাদের সবার প্রশিক্ষণ হবে। যে যে এলাকায় আছে, সেখানেই সবার প্রশিক্ষণ হবে। সুন্দর নির্বাচন করতে সর্বোচ্চ চেষ্টা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code