১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্রেনেড হামলা মামলা: তারেক বাবরের খালাসের শুনানি চলছে

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ণ
গ্রেনেড হামলা মামলা: তারেক বাবরের খালাসের শুনানি চলছে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট::
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

Manual8 Ad Code

বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

এর আগে, গত বুধবার এ মামলার বিষয়ে আংশিক শুনানি হয়। সেই ধারাবাহিকতায় আজকের দিনটি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগ।

Manual1 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে এদিন আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

Manual5 Ad Code

এর আগে গত ৩১ জুলাই মামলার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং ১৯ আগস্ট অনুষ্ঠিত হয় তৃতীয় দিনের শুনানি।

উল্লেখ্য, এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে, যার শুনানি বর্তমানে চলছে।

Manual1 Ad Code
Manual6 Ad Code