ডেস্ক রিপোর্ট::
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলার ভিডিওতে দেখা যায়, খয়েরি রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা অন্য একজনকে মারধর করছেন। পোশাকে থাকা সেনা ও পুলিশ সদস্যদের পাশে গণঅধিকার পরিষদের নেতাদের লাঠি দিয়ে পেটানো লাল টি-শার্ট পরা ওই ব্যক্তি কে?- সেটি নিয়ে বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করা হয়। ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ঘটনার সময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ দাবি করে। এছাড়া অন্য একটি ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশের সঙ্গে দেখা গেছে এবং একটা সময় তাকে পুলিশের হেলমেট পরিহিত অবস্থাও দেখা গেছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, টি-শার্ট পরা ওই ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান। একাধিক পুলিশ কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে আমার দেশকে বলেছেন, গাড়িচালক সেখানে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ডেডিকেটেড নন। তারপরও কী কারণে ওই কনস্টেবল সেখানে গিয়ে লাঠিচার্জ করলেন, তা খতিয়ে দেখা দরকার। তিনি কোন সময়ে নিয়োগপ্রাপ্ত, গ্রামের বাড়ি কোথায়, নিজের ও পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা দরকার বলেও জানান তারা।
তবে ওই ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান কি না- এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।