১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় মারা গেছেন তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন সরাসরি সম্প্রচারে (লাইভ) ছিলেন শিবলী। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী সাংবাদিক সোহেল রানা বলেন, “লাইভ করার সময় হঠাৎ শিবলী ভাই মাটিতে লুটিয়ে পড়েন। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান, তিনি আর নেই।

তরিকুল শিবলীর বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন।

Manual2 Ad Code

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code