১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল শিবির সংঘর্ষ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
ছাত্রদল শিবির সংঘর্ষ

Manual8 Ad Code
  • ডেস্করিপোর্ট :: বরিশালের  মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)।

বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

Manual7 Ad Code

তবে অভিযোগ অস্বীকার করেছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে এর প্রতিবাদ জানায় আমাদের নেতাকর্মীরা। তখন ছাত্রশিবির আমাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের অন্তত আট কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

Manual3 Ad Code

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, মুলাদী থেকে ছয়জন আহত ব্যক্তি ভর্তি হয়েছে। তাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code