১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ণ
ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

 

ডেস্ক রিপোর্ট ::  ফ্রান্স যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন করেন। এছাড়া আগামী ৩০ দিনের মাধ্যে যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে আব্দুল মালেককে সভাপতি, আব্দুল কুদ্দুসকে সিনিয়র সহসভাপতি, নাসিম আহমদকে সাধারণ সম্পাদক, লায়েক আহমদ তালুকদারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজমুল ইসলাম সায়েমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বার্তা প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া৷

এই নিউজ ৩০৮ বার পড়া হয়েছে