
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের ছাত্রলীগ নেতা রুমেল আহমদের বাড়িতে ফের হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় এ ঘটনাটি ঘটেছে উপজেলার গজিয়া গ্রামের ছাত্রলীগ নেতা রুমেল আহমদের বাড়িতে। রুমেল আহমদ (২৮) ওই গ্রামের মনোহর আলীর ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
রুমেল আহমদের বড় ভাই রিমন মাহমুদ রাসেল জানান, বুধবার সন্ধ্যায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল আমাদের বাড়িতে ঢুকে। প্রতিটি মোটরসাইকেলে দুই/তিনজন করে ছিল। কিছু বুঝে উঠার আগেই বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির সদস্যরা ভয়ে একটি কক্ষে ঢুকে আশ্রয় নেন। এ সময় হামলা, ভাঙচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তারা প্রায় ১০ মিনিট ধরে এই তাণ্ডব চালায়। হামলাকারীরা চলে গেলে শিশুদের কান্না ও চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। দ্বিতীয় দফার হামলায় আমার পরিবার আতংকিত এবং নিরাপত্তাহীনতায় আছি। কাল থানায় অভিযোগ করবো।
স্থানীয় বাসিন্দা সাকিব বলেন, এর আগেও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদের বাড়িতে হামলা করেন স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় এমন কাজ কখনো কাম্য নয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন হামলার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য ছাত্রলীগ নেতা রুমেল আহমদের বাড়িতে বিগত বছরের ৯ আগস্ট প্রথমদফায় দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করে।
এদিকে যুক্তরাজ্যে অবস্থানকরা রুমেল আহমদ মুঠোফোনে প্রতিবেদক বলেন রাজনীতি করা অপরাধ নয়, শুধু রাজনীতি করার কারনে আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে। এমন কি আমি দেশে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে,এই ঘটনায় আতংকিত হয়ে আমার অসুস্থ্য মা আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েছেন। এবং আমার পরিবারটি রয়েছে নিরাপত্তাহীনতায়। এখন আল্লাহ আমার এক মাত্র ভরসা।