১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহজালাল বিমান বন্দরে চালু হয়েছে ফ্লাইট

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
শাহজালাল বিমান বন্দরে চালু হয়েছে ফ্লাইট

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট ::: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য এবং সহযোগিতার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে।

Manual1 Ad Code
Manual2 Ad Code