১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি

ডেস্ক রিপোর্ট ::  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা করতে হলে দুই মাস আগে তফশিল দিতে হবে।

সে হিসাবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন সিইসি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এবার তেমন নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও দাবি করেন সিইসি। তার মতে, আসছে নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়।

এদিকে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়ে তিনি বললেন— আমরা আগেও বলেছি, আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।

এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে