১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়ম

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়ম

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়ম
লাখো মুসলমানের কাছে ওমরাহ পালন একটি স্বপ্নের বিষয়। তবে ভিসা, আবাসন ও পরিবহণ বুকিংয়ের জটিলতার কারণে অনেকে সমস্যায় পড়েন। এবার সেই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে। ভিসা থেকে শুরু করে হোটেল ও পরিবহণ বুকিং সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।

Manual1 Ad Code

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যাত্রীদের জরিমানা, এমনকি যাত্রা বাতিল পর্যন্ত হতে পারে। তাই ওমরাহ পালনের আগে প্রত্যেক মুসলমানের জানা জরুরি নতুন ১০ নিয়মকানুন:

.আবাসন বুকিং বাধ্যতামূলক – ভিসার আবেদন করার সময়ই হোটেল বা আত্মীয়ের বাসার ঠিকানা নথিভুক্ত করতে হবে।
.আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্রের তথ্য প্রয়োজন – সৌদি আইডি নম্বর দিয়ে তা ভিসার সঙ্গে যুক্ত করতে হবে।

Manual5 Ad Code

.পর্যটন ভিসায় ওমরাহ নয় – শুধু নির্দিষ্ট ওমরাহ ভিসাতেই অনুমতি মিলবে।
.নুসুক প্ল্যাটফর্মে ভিসা আবেদন – ই-ভিসা বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করতে হবে।
.ভ্রমণপথ পরিবর্তন করা যাবে না – নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ করলে জরিমানা হবে।

.সময়সীমা অতিক্রম করলে জরিমানা – অতিরিক্ত থাকার জন্য জনপ্রতি ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা ধার্য হবে।
.বিমানবন্দরে বুকিং যাচাই – হোটেল ও পরিবহণ বুকিং কর্মকর্তারা চেক করবেন। শুধু অনুমোদিত পরিবহণ ব্যবহার – ট্যাক্সি, বাস বা ট্রেন নুসুক অ্যাপ থেকে বুক করতে হবে।
ট্রেনের সময়সীমা মানতে হবে – হারামাইন এক্সপ্রেস রাত ৯টার পর বন্ধ থাকে, তাই বিকল্প বুকিং আগে থেকেই করতে হবে।
.নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা – অননুমোদিত ট্যাক্সি ব্যবহার বা পরিকল্পনা ভঙ্গ করলে কড়া শাস্তি হবে।
সৌদি সরকার বলছে, এসব নিয়ম মেনে চললেই ওমরাহ হবে আরও সুসংগঠিত ও ঝামেলামুক্ত।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code