১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা রাখতে হবে: সেলিম উদ্দিন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ
নতুন বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা রাখতে হবে: সেলিম উদ্দিন

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত করে ন্যায়-ইনসাফের এক নতুন বাংলাদেশ গড়ার জন্য পুরুষদের পাশাপাশি নারী সমাজকেও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক মহিলা কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ইসলাম নারীদেরকে অনন্য সাধারণ মর্যাদায় অভিষিক্ত করেছে। ইসলামের প্রাথমিক সময় সহ সব যুগে নারীরা দ্বীন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নারীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
এ সময় স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ও সাংবিধানিক ভিত্তি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত আমির নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় এবং হাফেজ মাহফুজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা ও আকতার হোসেন প্রমূখ।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code