ডেস্ক রিপোর্ট :: ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে। এরপরই নতুন করে খুলছে নায়কের মৃত্যু রহস্যের জট। সেটি আন্দাজ করে এক মাস আগেই সালমান শাহর মা নীলা চৌধুরীকে হুমকি দেন ঢাকাই সিনেমার খলনায়ক ডন। গণমাধ্যমে সম্প্রতি এমনই দাবি করেছেন অভিনেতার মা।
সংবাদমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে হুমকির কথা জানান নীলা চৌধুরী। নানা প্রশ্নের উত্তর দেয়ার মুহূর্তে তিনি জানান, দীর্ঘ ২৯ বছর ধরে চলা মামলায় অসংখ্যবার হুমকি পেয়েছেন। নিরাপত্তাহীনতায় এক সময় দেশও ছাড়তে হয় তাকে।
নীলা চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ ২৯ বছর পেরোনোর পর ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা কতটা করছেন?
এর উত্তরে নীলা চৌধুরী বলেন,
ইমন (সালমান শাহর ডাক নাম) ৯৬-এ মারা যাওয়ার পরে আমি ২০০২-এ হজ করলাম। আমি আল্লাহর কাছে সব সময় ন্যায়বিচার চেয়েছি। আমার সব সময় মনে হয়েছে, আমি বিচার পাবো। যদিও মামলা চলাকালীন বিভিন্ন সময় হুমকি পেয়েছি। তাদের বিচার হতেই হবে।
নীলা চৌধুরী আরও বলেন,
ছেলে হত্যার বিচার চাওয়ায় একাধিকবার হুমকির শিকার হয়েছি। দেশে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যে কারণে ২০১৮ সালে আমি লন্ডনে চলে যাই। সেখান থেকেই মামলার সব কাজ চালিয়ে যাচ্ছি। একমাস আগেও হুমকি পেয়েছি। ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো। আমার ছেলে বডি ম্যাসাজ করতো। সাহস পেতো না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাপআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে?
সালমান শাহর হত্যা মামলার ৪ নম্বর আসামি খলনায়ক ডন। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ৯ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।