১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। তাকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য ভালুকা থানায় যান। এ সময় জামায়াত ও শিবিরের কয়েকজন নেতা তাকে শনাক্ত করে থানার ওসিকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে শাহবাগে গণজাগরণ মঞ্চের মঞ্চে দাঁড়িয়ে তিনি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, জামায়াত শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে