১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২০২৬ সালের বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্ত

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ণ
২০২৬ সালের বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্ত

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। তিনি বলেছেন, ‘সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।’

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

এর আগে রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার বিষয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপক্ষই এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি।’

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code