১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও,ভোট কেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ণ
ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও,ভোট কেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়ে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে নির্বাচন কর্মকর্তাদের কর্তৃত্তই রাখা হয়েছে ভোটকেন্দ্র স্থাপন।

Manual8 Ad Code

সোমবার (৩০ জুন) এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
 
নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা রাখা হয়েছে। এবারের নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোটকেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। পাশাপাশি বাদ দেয়া হয়েছে ইভিএমে ভোট দেয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও।
 
২০২৩ সালের নীতিমালায় ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এ কমিটির মাধ্যমেই ভোটকেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হতো।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code