১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে:আসিফ নজরুল

প্রকাশিত জুলাই ২, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে:আসিফ নজরুল

ডেস্ক রিপোর্টঃ
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে।

“আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া মারামারি করে,” ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি এসব বলছিলেন।

তিনি বলেন, “সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙ্গালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?”।

“আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে দশ জন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক,” বলছিলেন মি. নজরুল।

আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহবান জানান।

বার্তা বিভাগ

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে