১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে এখনো মানবাধিকার হারিয়ে যায়নি,গাজা কাশ্মীর আরাকানে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলুন

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ
বাংলাদেশে এখনো মানবাধিকার হারিয়ে যায়নি,গাজা কাশ্মীর আরাকানে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলুন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) অফিস খোলার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ হয়।

এ সময় দলটি ঘোষণা দেয়, তৃতীয় বৃহৎ মুসলিম জনবহুল রাষ্ট্র বাংলাদেশের আইন ও জাতীয় সংস্কৃতি অবমাননা করে জাতিসংঘকে সমকামী দূত নিয়োগ করতে দেওয়া হবে না৷ এ সিদ্ধান্তকে জাতিসংঘের বেআইনী হস্তক্ষেপ ও ইসলাম বিদ্বেষ আখ্যা দিয়ে সর্বাত্মক প্রতিবাদ জানানো হবে বলেও বিক্ষোভ থেকে জানানো হয়।

এসময় দলটির নেতারা বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হচ্ছে। তাই ঢাকায় ওএইচসিএইচআরের অফিস খোলার প্রয়োজন নাই। জাতিসংঘের উচিত হলো ফিলিস্তিনের গাজায়, দক্ষিণ এশিয়ার কাশ্মীর ও আরাকানে মানবাধিকার অফিস খোলা। কারণ সেখানে মুসলমানরা ভয়াবহ জাতিগত নিধনের শিকার হচ্ছে।

জুমার নামাজের পরপরই জাতীয় পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা উত্তর গেটে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবি জানান। এই তিন জনপদের মুসলমানদের রক্ষায় জাতিসংঘের নিস্ক্রিয়তার নিন্দা জানিয়ে মুহূর্মুহু স্লোগান দেন।

পরে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান সঞ্চালনায় ও জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ ও যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের মুখপাত্র আবদুল হামিদ আস সাফওয়ান।

সভাপতির বক্তৃতায় মোহাম্মদ শামসুদ্দীন বলেন, জাতিসংঘ বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তারা আক্রান্ত জনপদে মানবাধিকার কমিশনের অফিস খুলছে না। কিন্তু ঢাকায় অফিস খোলার তোড়জোড় করছে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চাই না। এ অফিস গাজা, কাশ্মীর ও আরাকানে খোলার দাবি করছি।

এ সময় বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে রিচার্ড এস হাওয়ার্ডকে নিয়োগের কঠোর সমালোচনা করেন জাতীয় বিপ্লবী পরিষদের এ নেতা। তিনি বলেন, বাংলাদেশের আইনে সমকামিতা নিষিদ্ধ এবং অপরাধ। জাতিসংঘের নতুন দূত আইনের চোখে একজন অপরাধী। তাই তার নিয়োগ বাতিল করতে হবে।

সহযোগী সংবাদ
বার্তা বিভাগ থেকে প্রকাশিত।