১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভিক্ষুক পুনর্বাসনের ৩৩ লাখ টাকা নিয়ে পালালেন সমাজসেবা কর্মকর্তা

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ণ
ভিক্ষুক পুনর্বাসনের  ৩৩ লাখ টাকা নিয়ে পালালেন সমাজসেবা কর্মকর্তা

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট::
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক সরকারি বিভিন্ন প্রকল্পের ৩৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে পলাতক হয়েছেন। একই সঙ্গে তিনি অফিস স্টাফ ও উপজেলার অন্য কর্মকর্তাদের কাছ থেকেও নানা অজুহাতে কয়েক লাখ টাকা হাওলাত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মোহনগঞ্জ সমাজসেবা কার্যালয় ও তদন্ত সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক ভিক্ষুক পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও মাতৃকেন্দ্রের ঋণ কর্মসূচি থেকে জালিয়াতির মাধ্যমে এসব টাকা তুলে নেন। এর মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম থেকে ২২ লাখ ৪৭ হাজার, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি থেকে ৪ লাখ ৭৫ হাজার, মাতৃকেন্দ্রের ঋণ থেকে ৫ লাখ ১৩ হাজার এবং ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি।
এ ঘটনায় দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ১৪ আগস্ট প্রতিবেদন জমা দেওয়া হয় জেলা কার্যালয়ে।

Manual4 Ad Code

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম বলেন, “সরকারি টাকা আত্মসাৎ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে মামলা হবে, চাকরি যাবে এবং টাকাও ফেরত দিতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

Manual6 Ad Code

অফিস সূত্রে জানা যায়, ২৭ জুলাই সর্বশেষ অফিস করেন মোজাম্মেল হক। এরপর থেকে তিনি নিখোঁজ। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় কর্মকর্তা–কর্মচারীরা জানান, ব্যক্তিগতভাবে হাওলাত বাবদ তিনি অন্তত কয়েক লাখ টাকা নিয়েছেন। অনেকেই সামাজিক মান-সম্মানের ভয়ে বিষয়টি প্রকাশ করতে চাইছেন না।

জানা যায়, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা থাকাকালেও একই ধরনের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন মোজাম্মেল হক। তখনও শাস্তি না দিয়ে কেবল তিরস্কার করে তাকে মোহনগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল।

সুত্রঃ ইত্তেফাক/বার্তা বিভাগ

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code