২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে রোমান হত্যায় ১৮জনের নাম উল্লেখ করে মামলা

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ণ
মাদারীপুরে রোমান হত্যায় ১৮জনের নাম উল্লেখ করে মামলা

মাদারীপুর প্রতিনিধি::

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পিকআপভ্যানচালক রোমান ব্যাপারীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি করেন। নিহত রোমান ব্যাপারী (৩২) সদর উপজেলার ভদ্রখোলা এলাকার আমর ব্যাপারীর ছেলে।

মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগ সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত ১৮ আসামি হলেন,
১। নোবেল হোসেন (৩০) পিতা মোঃ কাশেম, সাকিন- বটতলা, ৪নং ওয়ার্ড, মাদারীপুর পৌরসভা, ২। মোঃ মাসুদ – হাওলাদার (৪০), পিতা মৃত নুর মোহাম্মদ হাওলাদার, সাকিন-হোগলপাতিয়া, ইউপি-ঝাউদী, ৩। মোহাম্মদ লুৎফর বেপারী (৫৬), পিতা মৃত আজিজ বেপারী, সাকিন-উত্তর দুধখালী, ওয়ার্ড নং-০৭, ইউপি-দুধখালী, ৪। মোঃ মিজান ফরাজী (৫৪), পিতা আব্দুল হাই ফরাজী, সাকিন-পূর্ব হাউসদী, ইউপি-দুধখালী ৫। মোঃ দিদার খান ওরফে আসিফ খান (৪৭), পিতা আচমত আলী খান, সাকিন-দুর্গাবর্দী ইউপি-দুধখালী, ৬। মোঃ রিয়াজ মল্লিক (৩৫), পিতা আমির মল্লিক, সাকিন-দক্ষিন খাগছাড়া, ইউপি-মস্তফাপুর, ৭। সামাদ মোল্লা (৩০), পিতা মৃত মামুন মোল্লা, সাকিন-পূর্ব রাঙি, ইউপি-রান্তি, ৮। মোঃ আল আমিন চৌকিদার (৩৫), পিতা শাহালম চৌকিদার, সাকিন-নতুন মাদারীপুর, ২নং ওয়ার্ড, মাদারীপুর পৌরসভা, ৯। নজরুল আকন (৪৫), পিতা মৃত ওহাব আকন, সাকিন-কালিকাপুর, ওয়ার্ড নং-০৪, ইউপি-কালিকাপুর, ১০। মোঃ ওবাইদুর রহমান (৫৫), পিতা মৃত আসরাফ আলী, সাকিন-দক্ষিন বিরাঙ্গল, ইউপি-বাহাদুরপুর, ১১। মোঃ মজিবর হাওলাদার (৪০), পিতা মৃত আদেল উদ্দিন হাওলাদার, সাকিন-শিরখাড়া, ইউপি-শিরখাড়া, ১২। মোঃ সাহেব আলী কাজী (৪৫), পিতা মৃত মফিজ উদ্দিন কাজী, সাকিন-পশ্চিম মাঠ, ইউপি।
১৩। মোঃ বেল্লাল মোল্লা, পিতা মোঃ মতি মোল্লা, সাকিন-পূর্ব রান্তি, ইউপি-রান্তি, ১৪। মোঃ বাবু চৌকিদার, পিতা মালেক চৌকিদার, সাকিন-ব্রাহ্মন্দী, ওয়ার্ড নং-০৩, ইউপি-ক্যাউদী, ১৫। সুমন আকন (৩৭), পিতা মৃত জব্বার আকন, ১৬। মিরাজুল হাওলাদার (২৭), পিতা বজলু হাওলাদার, উভয় সাকিন-কুকরাইল ১৭। রাকিব হাওলাদার (২৮), পিতা মোঃ করিম হাওলাদার, সাকিন-গোলাবাড়ী (নতুন জজ কোর্ট), সর্ব থানা-মাদারীপুর সদর, ১৮। মোঃ রনি (২১), পিতা মিলন সরদার, সাকিন-পশ্চিম আলীপুর, ইউপি-এনায়েতনগর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর।

এর আগে, ১৮ জুলাই আন্দোলনে প্রথম নিহত হন দীপ্ত দে নামে এক কলেজছাত্র। দীপ্ত ও তাওহীদের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা না করলেও রোমানের স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।