১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষণের শিকার শিশুর বাবাকে মারতে যাওয়া সেই চিকিৎসক বরখাস্ত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৫৮ অপরাহ্ণ
ধর্ষণের শিকার শিশুর বাবাকে মারতে যাওয়া সেই চিকিৎসক বরখাস্ত

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট ::
ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন আচরণের ভিডিও ভাইরালের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল ও অপমানজনক কথা এবং দুর্ব্যবহারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। সেইসঙ্গে বিধিমালার ১২(১) অনুযায়ী আদেশ জারির তারিখ থেকেই এ বরখাস্ত কার্যকর হবে। তবে বরখাস্তকালীন নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. আবুল কাশেমের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবাসহ স্বজনদের সঙ্গে তিনি অশালীন ও হুমকিমূলক ভাষায় কথা বলছেন এবং কটূক্তি করছেন। এ ঘটনার পর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা কঠোর শাস্তি দাবি করে মন্তব্য করেন, এ ধরনের আচরণ চিকিৎসক সমাজের জন্য কলঙ্কজনক।
সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম জুয়েল বলেন, একজন চিকিৎসকের মূল দায়িত্ব হলো রোগীর সেবা করা। কিন্তু তার ব্যবহৃত ভাষা ও আচরণ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। একজন ডাক্তারের জন্য ধৈর্য বড় একটি গুণ। তাই এমন অশোভন আচরণ কোনোভাবেই কাম্য নয়।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual3 Ad Code

বার্তা বিভাগ /

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code