সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আব্দুস শহীদ (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ছাতক পৌর এলাকার মন্ডলীভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আব্দুস শহীদ ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও শাহজালাল আবাসিক এলাকা মন্ডলীভোগের মৃত আছকির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক পৌর এলাকার শাহজালাল আবাসিক এলাকা মন্ডলীভোগে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা মোঃ আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি) একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।
তিনি বলেন, বুধবার সকালে আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।