১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে আন্দোলন দিরাইয়ে প্রবাসী যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাংচুর

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ণ
যুক্তরাজ্যে আন্দোলন দিরাইয়ে প্রবাসী যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাংচুর

দিরাই প্রতিনিধি::

সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান এর বাড়িতে হামলা হয়েছে। ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান উপজেলার (বাগবাড়ি) চাদপুরের গ্রামের রশিদ মিয়ার ছেলে।

জানা যায় , সম্প্রতি লন্ডনে বিভিন্ন সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মো হাবিবুর রহমান নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি জামাত নিয়ে নানান নেতিবাচক পোস্ট করছেন। এবং তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করছেন।

এর জের ধরে গতকাল বাংলাদেশে তার গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মো হাবিবুর রহমানের পিতা রশিদ মিয়া জানান, বারবার হামলা করে আমাদের নিঃস্ব করে দিতে চাইছে সন্ত্রাসীরা। তার অভিযোগ এই হামলায় বিএনপি- ছাত্রদল ও জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।