ব্রাহ্মণ গাও (সুনামগঞ্জ ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ব্রাহ্মণ গাওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম এর নেতৃত্বে হামলার অভিযোগ ওঠেছে। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণ গাও গ্রামের আব্দুর শহীদের বাড়িতে রবিবার ( ২৫ এপ্রিল ) সকাল ১১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, আব্দুর শহীদের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কোরবান নগর ইউনিয়নের যুবলীগ নেতা (সভাপতি) লাদেন হাসান এবং তাকে ইউনুস সরকারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করতে ফেইসবুকে দেখা যায়। এই সমাবেশের কয়েকটি ছবিসহ গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। উক্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা করে।
প্রবাসীর পরিবার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম এর নেতৃত্বে ৩টি মোটরসাইকেল করে ৭/৮ জন লোক প্রবাসীর বাড়ীতে আসে এবং হামলা চালায়। এতে ঐ প্রবাসীর চাচাতো ভাই গুরুতর আহত হন। হামলায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং দুর্বৃত্তরা অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রবাসী লাদেন হাসানকে কে হুমকি দিয়ে বলে কেন সরকারকে কটাক্ষ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলো? স্ট্যাটাসটি তৎক্ষনাৎ ডিলেট করে দিয়ে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে পারিবারিক সূত্রে আরো জানা যায় লাদেন হাসান এর ব্যবহৃত ফেইসবুক আইডি হতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াও ফেইসবুকে এবং ম্যাসেইঞ্জারে অনেকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ নিয়ে তার নিজ উপজেলায় তুলপাড় শুরু হয়েছে।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক ইমন দ্দোজা আহমদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম মোবাইল ফোনে ফোন দিলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।
উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তন এর পর সারা দেশের ন্যায় লাদেন হাসান এর বাড়ীতে ৭ই আগস্ট ২০২৪ হামলা চালায় দুর্বৃত্তরা। পরিবারটি তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে